[email protected] সোমবার, ১৯ মে ২০২৫
৫ জ্যৈষ্ঠ ১৪৩২

টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭ মে ২০২৫ ২:০৪ পিএম
আপডেট: ১৭ মে ২০২৫ ২:২০ পিএম

ছাত্রলীগের সভাপতি শামছুল হক

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা শাখার নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সভাপতি শামছুল হককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা শাখার নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সভাপতি শামছুল হককে গ্রেপ্তার করেছে পুলিশ

শুক্রবার রাতে পার্শ্ববর্তী বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার কলাতলা ইউনিয়নের কুনিয়া বাজারে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

গ্রেপ্তার হওয়া শামছুল হক টুঙ্গিপাড়া উপজেলার শ্রীরামকান্দি গ্রামের বাসিন্দা এবং সিরাজ শেখের ছেলে।

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খোরশেদ আলম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে কুনিয়া বাজারে অভিযান চালিয়ে শামছুল হককে গ্রেপ্তার করা হয়েছে। তিনি কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া বিষয়ক সম্পাদক শওকত হোসেন দিদার হত্যা মামলা, টুঙ্গিপাড়ায় পুলিশের ওপর হামলা এবং গাড়ি ভাঙচুরসহ একাধিক মামলার এজাহারভুক্ত আসামি।

গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে শনিবার শামছুল হককে গোপালগঞ্জ জেলা কারাগারে পাঠানো হবে বলে জানিয়েছেন ওসি। https://protidinerbangla.net/international/news/4352

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর