থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের চোখের অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে।
বুধবার (১৪ মে) বাংলাদেশ সময় বিকেল ৩টায় ব্যাংককের রুটনিন আই হসপিটালে এ অস্ত্রোপচার করা হয়।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করে জানান, “স্যারের চোখের অপারেশন সফল হয়েছে। বর্তমানে তিনি সুস্থ আছেন এবং তাকে কেবিনে স্থানান্তর করা হয়েছে।” চিকিৎসকের পরামর্শে তার সঙ্গে রয়েছেন স্ত্রী রাহাত আরা বেগম।
শায়রুল কবির জানান, গত সোমবার (১২ মে) হঠাৎ চোখে সমস্যা দেখা দিলে মির্জা ফখরুলকে গুলশানের ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়। সেখানে চক্ষু বিশেষজ্ঞরা জানান, তার চোখের রেটিনায় দ্রুত অস্ত্রোপচার প্রয়োজন। এরপরই থাইল্যান্ডের রুটনিন আই হসপিটালে যোগাযোগ করে দ্রুত অ্যাপয়েন্টমেন্ট নিশ্চিত করা হয়।
চোখের জরুরি চিকিৎসার জন্য সোমবার দিবাগত রাত ২টা ৪৫ মিনিটে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন মির্জা ফখরুল। সফরসঙ্গী হিসেবে তার সঙ্গে ছিলেন স্ত্রী রাহাত আরা বেগম।
এসআর
মন্তব্য করুন: