ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) স্যার এএফ রহমান হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।
বুধবার (১৪ মে) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এ কর্মসূচি থেকে সংগঠনটি সাম্য হত্যার সুষ্ঠু বিচার এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হওয়ায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টরের পদত্যাগ দাবি করে।
ছাত্রদলের ঢাবি শাখার সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস বলেন, "বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। দ্রুত পদক্ষেপ না নিলে ভিসি ও প্রক্টরকে অবাঞ্ছিত ঘোষণা করা হবে।"
কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির বলেন, "সাম্য হত্যাকাণ্ড প্রমাণ করে শিক্ষার্থীরা নিরাপদ নয়। এর দায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ও অন্তর্বর্তীকালীন সরকারকে নিতে হবে। আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগও দাবি করছি।"
ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, "সাম্য হত্যার পরও ভিসি ও প্রক্টরের কাছ থেকে কোনো স্পষ্ট বক্তব্য পাওয়া যায়নি। নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে প্রশাসনকে সসম্মানে পদত্যাগ করতে হবে।"
বিক্ষোভে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি ঢাকা কলেজ, ইডেন কলেজ, তিতুমীর কলেজ, সরকারি বাংলা কলেজ, বেগম বদরুন্নেসা মহিলা কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রদল নেতাকর্মীরা অংশ নেন।
এসআর
মন্তব্য করুন: