[email protected] সোমবার, ১৯ মে ২০২৫
৫ জ্যৈষ্ঠ ১৪৩২

আ.লীগের কার্যক্রম বন্ধের সিদ্ধান্তে আমরা আনন্দিত: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১ মে ২০২৫ ৬:৪৫ পিএম

ফাইল ছবি

আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর কার্যক্রম বন্ধের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বিএনপি।

দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রোববার (১১ মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলেন, “ফ্যাসিবাদী আওয়ামী লীগ ও সংশ্লিষ্ট সংগঠনগুলোর কার্যক্রম বন্ধের ঘোষণায় আমরা আনন্দিত।”

তিনি বলেন, “বিলম্বে হলেও শনিবার (১০ মে) রাতে অন্তর্বর্তী সরকার যেভাবে মানবতাবিরোধী অপরাধের বিচার নিশ্চিত করতে এ সিদ্ধান্ত নিয়েছে, তা সময়োপযোগী। আমরা আগে থেকেই এই দাবিটি জানিয়ে আসছি।”

বিবৃতিতে মির্জা ফখরুল জানান, গত ১০ ফেব্রুয়ারি ও ১৬ এপ্রিল প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতকালে আওয়ামী লীগকে বিচারিক প্রক্রিয়ায় নিষিদ্ধ ঘোষণা এবং মানবতাবিরোধী অপরাধে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছিল বিএনপি।

তিনি বলেন, “আমরা বারবার বলেছি, আইনগতভাবেই ফ্যাসিবাদী দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা উচিত। প্রশাসনিক আদেশে রাজনৈতিক দল নিষিদ্ধ করার বিপক্ষে আমরা সবসময় ছিলাম, যেমন অতীতে জামায়াতে ইসলামীর নিষিদ্ধ ঘোষণার সময় আমরা প্রতিবাদ জানিয়েছিলাম।”

বিএনপির মহাসচিব আরও বলেন, “দীর্ঘ ১৬ বছর ধরে জনগণ ভোটাধিকার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দাবিতে জীবন-সম্পদ বিলিয়ে আন্দোলন করেছে। এখনো গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে একটি সুস্পষ্ট রোডম্যাপ প্রয়োজন। জনগণের ক্ষোভ ও প্রত্যাশা উপলব্ধি করে অন্তর্বর্তী সরকারকে সেই দায়িত্ব নিতে হবে।”

তিনি আশাবাদ ব্যক্ত করেন, “ভবিষ্যতে সিদ্ধান্ত নেওয়ার সময় অন্তর্বর্তী সরকার যেন রাজনৈতিক চাপের মুখে নয়, বরং জাতীয় স্বার্থে ও পূর্বের দাবি অনুযায়ী বিবেচনা করেই পদক্ষেপ নেয়।”

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর