[email protected] বৃহঃস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫
১৩ ভাদ্র ১৪৩২

এবার জাতীয় পার্টিসহ ১৪ দল নিষিদ্ধের দাবি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১ মে ২০২৫ ৫:১১ পিএম

আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের ১৩টি শরিক দল ও জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি জানিয়েছে গণ অধিকার পরিষদ।

সোমবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ দাবি জানান দলটির উচ্চতর পরিষদের সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ।

তিনি বলেন, "আওয়ামী লীগের মিত্র হিসেবে যেসব দল দীর্ঘদিন ধরে রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে আসছে, সেগুলোর ভূমিকা খতিয়ে দেখা জরুরি। জাতীয় পার্টিসহ এসব দল নিষিদ্ধ এবং জাপার শীর্ষ নেতাদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছে গণ অধিকার পরিষদ।"

উল্লেখ্য, ছাত্র-জনতার চলমান আন্দোলনের প্রেক্ষাপটে রবিবার রাতে সরকার আওয়ামী লীগের সব কর্মকাণ্ড সাময়িকভাবে স্থগিত করার সিদ্ধান্ত নেয়।

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এ বিষয়ে দ্রুতই প্রজ্ঞাপন জারি করা হবে। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর