[email protected] শনিবার, ২৪ মে ২০২৫
১০ জ্যৈষ্ঠ ১৪৩২

আ.লীগের কার্যক্রম নিষিদ্ধের ঘোষণায় শাহবাগে আনন্দ মিছিল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১ মে ২০২৫ ২:০৩ এএম

সংগৃহীত ছবি

আওয়ামী লীগের সব রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার সরকারি সিদ্ধান্ত ঘোষণার পরই শাহবাগে চলমান আন্দোলনে অংশ নেওয়া ছাত্র-জনতা আনন্দে মেতে ওঠে।

স্লোগানে মুখর হয়ে ওঠে শাহবাগ মোড় থেকে ইন্টারকন্টিনেন্টাল হোটেল হয়ে বাংলামোটর পর্যন্ত বিস্তৃত এলাকা।

শনিবার (১০ মে) রাত ১১টায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে উপদেষ্টা পরিষদের এক জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠক শেষে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন।

তিনি জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংশোধিত আইনের আওতায়, বাংলাদেশের সবচেয়ে প্রাচীন রাজনৈতিক দল আওয়ামী লীগ, তার অঙ্গসংগঠন ও সমর্থকদের বিচার কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত দলের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ থাকবে।

আইন উপদেষ্টা আরও বলেন, দেশের নিরাপত্তা, সার্বভৌমত্ব, আন্দোলনকারীদের নিরাপত্তা এবং ট্রাইব্যুনালের বাদী-সাক্ষীদের সুরক্ষার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সন্ত্রাসবিরোধী আইনের আওতায়, সাইবার স্পেসসহ সবধরনের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ থাকবে বলে জানান তিনি। প্রয়োজনীয় পরিপত্র পরবর্তী কর্মদিবসে জারি করা হবে।

এছাড়া বৈঠকে জুলাই ঘোষণাপত্র আগামী ৩০ কার্যদিবসের মধ্যে চূড়ান্ত করে প্রকাশের সিদ্ধান্তও গৃহীত হয়েছে।

উল্লেখ্য, গত ৮ মে রাত ১০টা থেকে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর নেতৃত্বে অবস্থান কর্মসূচি শুরু হয়।

এতে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতাকর্মীরা একাত্মতা প্রকাশ করে যোগ দেন। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর