[email protected] বুধবার, ২১ মে ২০২৫
৭ জ্যৈষ্ঠ ১৪৩২

সারা দেশের মহাসড়কে অবরোধ না দেওয়ার আহ্বান হাসনাতের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০ মে ২০২৫ ১১:৩৪ এএম

ফাইল ছবি

সারা দেশের মহাসড়কে অবরোধ কর্মসূচি না দেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

শনিবার ভোররাত পৌনে ৪টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি বলেন, "ঢাকার শাহবাগ ছাড়া অন্য কোথাও—বিশেষ করে জাতীয় মহাসড়কগুলোতে—অবরোধ দেবেন না।

জেলার বিভিন্ন স্থানে স্বতঃস্ফূর্তভাবে জমায়েত ও সমাবেশ করুন, তবে রাস্তা অবরোধ থেকে বিরত থাকুন। অবরোধ খুলে দিন।"

এদিকে, আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবিতে ‘শাহবাগ ব্লকেড’ কর্মসূচি শনিবার সকালেও চলমান রয়েছে। এতে শাহবাগ মোড়ের সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর