আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে দ্রুত সিদ্ধান্ত না এলে ফের ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচির ঘোষণা আসতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম।
শুক্রবার (৯ মে) চলমান ‘শাহবাগ ব্লকেড’ কর্মসূচির মধ্যে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ হুঁশিয়ারি দেন।
সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, "শাহবাগে অবস্থান চলমান থাকবে। দলমত নির্বিশেষে আওয়ামী লীগ ও দেশের সার্বভৌমত্ব প্রশ্নে জুলাইয়ের সকল শক্তি ঐক্যবদ্ধ থাকবে—এটাই প্রত্যাশা।
তিনি আরও জানান, রাজধানীর বিভিন্ন স্থানে ব্লকেড চালু রয়েছে এবং দ্রুত সিদ্ধান্ত না এলে পুরো দেশের মানুষ আবারও ঢাকামুখী হবে।
ফেসবুক পোস্টে তিনি আওয়ামী লীগকে "সার্বভৌমত্ব ও মানবতা বিরোধী ফ্যাসিস্ট সন্ত্রাসী সংগঠন" হিসেবে আখ্যা দিয়ে সংগঠনটিকে নিষিদ্ধ করার আহ্বান জানান। তার ভাষায়, "বাংলাদেশপন্থি সকল শক্তিকে আওয়ামী লীগ নিষিদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে।"
উল্লেখ্য, ২০২৪ সালে এনসিপি-সমর্থিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচিকে কেন্দ্র করেই রাজনৈতিকভাবে বড় ধাক্কা খেয়েছিল ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।
এদিকে ৮ মে রাত থেকে এনসিপির নেতাকর্মীরা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’র সামনে অবস্থান নেন। শুক্রবার দুপুর পর্যন্ত চলা এই বিক্ষোভের পর বিকেলে শাহবাগ মোড়েও শুরু হয় ‘শাহবাগ ব্লকেড’ কর্মসূচি। পুরো এলাকাজুড়ে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে চলতে থাকে বিক্ষোভ।
এসআর
মন্তব্য করুন: