আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণার দাবিতে গণজমায়েতের নতুন কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ শুক্রবার (৯ মে) রাতে শাহবাগে চলমান আন্দোলন থেকে এই কর্মসূচির ঘোষণা দেন।
তিনি জানান, শনিবার (১০ মে) বিকেল ৩টায় শাহবাগসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে গণজমায়েত অনুষ্ঠিত হবে। এসব পয়েন্টে এর আগে জুলাই মাসের আন্দোলনের সময়ও অবরোধ কর্মসূচি পালিত হয়েছিল।
হাসনাত বলেন, "আমাদের তিন দফা দাবি হচ্ছে—জুলাইয়ের ঘোষণাপত্র বাস্তবায়ন, আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠন নিষিদ্ধ ঘোষণা এবং দলটির বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ব্যবস্থা গ্রহণ।"
এ সময় এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। "ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে। প্রয়োজনে দীর্ঘ সময় শাহবাগে অবস্থান করবো," বলেন তিনি।
এসআর
মন্তব্য করুন: