আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে রাজধানীর মিন্টো রোডের ফোয়ারার সামনে তৈরি অস্থায়ী মঞ্চে জুমার নামাজ আদায় করেছেন আন্দোলনকারীরা।
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে রাজধানীর মিন্টো রোডের ফোয়ারার সামনে তৈরি অস্থায়ী মঞ্চে জুমার নামাজ আদায় করেছেন আন্দোলনকারীরা।
শুক্রবার (৯ মে) দুপুরে মঞ্চের পেছনের খোলা জায়গায় নামাজ অনুষ্ঠিত হয়।
পরে মঞ্চেই শুরু হয় আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সমাবেশ। বিভিন্ন এলাকা থেকে ছোট ছোট মিছিল নিয়ে আন্দোলনকারীরা সমাবেশস্থলে যোগ দেন।
এর আগে বৃহস্পতিবার রাত ১২টা থেকে শুক্রবার দুপুর ১২টা পর্যন্ত তারা প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’র সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। নির্ধারিত সময় শেষে আন্দোলনকারীরা সমবেত হয়ে ফোয়ারার সামনে মঞ্চে স্থানান্তরিত হন।
আন্দোলনকারীরা জানিয়েছেন, আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলমান থাকবে।
এসআর
মন্তব্য করুন: