[email protected] শনিবার, ২৪ মে ২০২৫
১০ জ্যৈষ্ঠ ১৪৩২

আ.লীগ নিষিদ্ধের দাবিতে মঞ্চে জড়ো হচ্ছেন আন্দোলনকারীরা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৯ মে ২০২৫ ১:৩২ পিএম

সংগৃহীত ছবি

রাজনৈতিক দল আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে রাজধানীর যমুনা ভবনের পূর্ব পাশে গণজমায়েত অনুষ্ঠিত হচ্ছে।

শুক্রবার (৯ মে) জুমার নামাজের পর ফোয়ারার সামনে ট্রাক দিয়ে তৈরি অস্থায়ী মঞ্চ ঘিরে আন্দোলনকারীরা জড়ো হতে শুরু করেছেন।

দুপুর ১টার দিকে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমসহ বিভিন্ন দলের নেতাকর্মীদের মঞ্চের আশপাশে অবস্থান নিতে দেখা গেছে।

এর আগে সকাল ১০টায় যমুনা ভবনের সামনে এক সংবাদ সম্মেলনে এনসিপির পক্ষ থেকে এই গণজমায়েতের ঘোষণা দেওয়া হয়। সেখানে হাসনাত আবদুল্লাহ বলেন, “আজকের জমায়েতই প্রমাণ করবে জনগণের দাবির শক্তি। আমরা বিশ্বাস করি, জনগণ আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে রায় দেবে।”

প্রসঙ্গত, বৃহস্পতিবার (৮ মে) রাত ১০টা থেকে এ দাবিতে ধারাবাহিক বিক্ষোভ চলছে। আন্দোলনে অংশ নিয়েছে এনসিপি, হেফাজতে ইসলাম, এবি পার্টি, ইসলামী ছাত্রশিবির, গণতান্ত্রিক ছাত্র সংসদ, জুলাই ঐক্য ও ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা।

শুক্রবার সকাল ৮টার দিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণ শাখার নেতাকর্মীরা কর্মসূচিতে যোগ দেন। দলের মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, “ছাত্র-জনতার দাবি এখন পরিষ্কার—আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক। আজ দুপুরের আগেই সরকারের উচিত এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া।”

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ঘটনাস্থলে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর