অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের বাসভবনের সামনে অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।
বৃহস্পতিবার (৮ মে) রাতে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ কর্মসূচির ঘোষণা দেন। পোস্টে তিনি লেখেন, “গণহত্যা ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে অভিযুক্তদের বিচার এবং রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার সুস্পষ্ট রোডম্যাপ না পাওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চলবে।”
তিনি আরও উল্লেখ করেন, “যার ঘোষণাপত্রে এ বিষয়ে স্পষ্ট অবস্থান নেই, তার সঙ্গে আমাদের কোনো রাজনৈতিক সম্পর্ক থাকবে না।”
এছাড়া তিনি একইদিন দেওয়া আরেকটি পোস্টে পূর্ববর্তী সরকারের সময়ে দায়ের করা বিভিন্ন অভিযোগ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। তিনি লিখেন, “দায়ীদের দেশে থেকে নিরাপদে চলে যাওয়ার সুযোগ দেওয়া হয়েছে। আদালত থেকে জামিনও দেওয়া হচ্ছে। কিন্তু এখনো নির্দিষ্ট কোনো বিচারিক অগ্রগতি দেখা যাচ্ছে না।”
এদিকে, এর একদিন আগে সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের দেশত্যাগের খবর নিশ্চিত হয়েছে।
বৃহস্পতিবার ভোররাতে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে তিনি ঢাকা ছাড়েন বলে জানিয়েছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একটি সূত্র। ফ্লাইট TG340-এ ব্যাংককের উদ্দেশে যাত্রা করেন তিনি। জানা গেছে, তার সফরে কোনো ঘনিষ্ঠ সহচর ছিলেন না।
সূত্রটি আরও জানায়, আবদুল হামিদ রাত ১১টার দিকে বিমানবন্দরে পৌঁছান এবং নিয়মিত ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করে দেশ ছাড়েন।
এসআর
মন্তব্য করুন: