[email protected] মঙ্গলবার, ২০ মে ২০২৫
৬ জ্যৈষ্ঠ ১৪৩২

ঢাবিতে শেখ মুজিবের গ্রাফিতি মুছে ফেলল ছাত্রদলের নেতাকর্মীরা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৮ মে ২০২৫ ২:০৮ এএম

সংগৃহীত ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের গেটে থাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামফলক ও গ্রাফিতি মুছে দিয়েছে ছাত্রদলের একটি দল।

বুধবার (৭ মে) দুপুরে এই ঘটনা ঘটে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীদের মতে, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা ঐ গেটে গিয়ে গ্রাফিতি ও নামফলক মুছে ফেলে।

এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন, যেগুলোর মধ্যে ছিল—‘মুজিববাদের আস্তানা ভেঙে দাও’ এবং ‘মুজিব থেকে হাসিনা, ফ্যাসিবাদ মানি না’।

এ বিষয়ে জানতে চাইলে মাস্টারদা সূর্যসেন হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আবিদুর রহমান মিশু বলেন, “জনগণের অর্থে স্থাপিত এসব নিদর্শন স্বৈরাচারকে প্রশ্রয় দেয় বলে আমরা মনে করি। তাই আমরা এগুলো সরিয়ে দিচ্ছি।”

স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের প্রচার সম্পাদক ফেরদৌস সিদ্দীক সায়মন বলেন, “নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ক্যাম্পাসে ‘জয় বাংলা’ লিখে গেলেও প্রশাসন নীরব। আমাদের আজকের কর্মসূচি তারই প্রতিবাদ।”

বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এই ঘটনার বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর