[email protected] শুক্রবার, ২৯ আগস্ট ২০২৫
১৪ ভাদ্র ১৪৩২

মাকে স্বাগত জানানো সবার প্রতি তারেক রহমানের কৃতজ্ঞতা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৭ মে ২০২৫ ৬:২৩ পিএম

ফাইল  ছবি

দীর্ঘ চিকিৎসা শেষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দেশে প্রত্যাবর্তনে তাকে স্বাগত জানাতে আসা সকল জনতা ও দলীয় নেতাকর্মীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বুধবার (৭ মে) বিএনপির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যুক্তরাজ্যে চার মাস ধরে চিকিৎসা শেষে মঙ্গলবার (৬ মে) সকাল ১০টা ৪০ মিনিটে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় ফেরেন দেশনেত্রী খালেদা জিয়া। বিমানবন্দর থেকে গুলশানের বাসভবন ‘ফিরোজা’ পর্যন্ত পথে লাখো মানুষ জড়ো হয়ে তাকে শুভেচ্ছা জানান ও অভ্যর্থনা জানানোর জন্য অপেক্ষা করেন।

তারেক রহমান ওইসব সাধারণ জনগণ ও দলের নেতাকর্মীদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি বিমানবন্দর ও আশপাশের এলাকায় নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত সামরিক বাহিনী, পুলিশ, র‍্যাব ও এভিয়েশন সিকিউরিটির সদস্যদের প্রতিও ধন্যবাদ জানিয়েছেন তিনি।

উল্লেখ্য, দীর্ঘ চিকিৎসার পর বিশেষ ব্যবস্থায় কাতারের আমিরের দেওয়া একটি এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় ফেরেন বেগম জিয়া। এরপর সেখান থেকে সড়কপথে নিজ বাসায় ফেরেন তিনি।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর