[email protected] সোমবার, ২৬ মে ২০২৫
১২ জ্যৈষ্ঠ ১৪৩২

খালেদা জিয়া শারীরিক ও মানসিকভাবে সুস্থ: অধ্যাপক ডা. জাহিদ হোসেন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৬ মে ২০২৫ ৭:৪৩ পিএম

ফাইল  ছবি

চার মাস লন্ডনে উন্নত চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।

চিকিৎসা শেষে তিনি এখন শারীরিক ও মানসিকভাবে অনেকটাই সুস্থ রয়েছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

মঙ্গলবার (৬ মে) দুপুরে গুলশানের বাসা 'ফিরোজা'-র সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আলহামদুলিল্লাহ, উনি এখন অনেকটাই সুস্থ। দীর্ঘ ১৪ ঘণ্টার ভ্রমণের কারণে কিছুটা শারীরিক ক্লান্তি থাকলেও মানসিকভাবে তিনি সম্পূর্ণ স্থিতিশীল রয়েছেন।”

তিনি আরও জানান, সকাল ১০টা ৪০ মিনিটে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির প্রেরিত বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে তিনি ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। সেখান থেকে প্রায় দুই ঘণ্টার বেশি সময় নিয়ে দলীয় নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত হয়ে গুলশানের বাসায় পৌঁছান তিনি। নিরাপত্তাজনিত কারণে নির্ধারিত রুট পরিবর্তন করে তাকে ফিরোজায় পৌঁছানো হয় দুপুর ১টা ৩০ মিনিটে।

অধ্যাপক জাহিদ জানান, লন্ডনে অবস্থানকালে খালেদা জিয়া লন্ডন ক্লিনিকে অধ্যাপক প্যাট্রিক কেনেডি ও অধ্যাপক জেনিফার ক্রসের নেতৃত্বে একটি বিশেষজ্ঞ চিকিৎসক দলের তত্ত্বাবধানে চিকিৎসা নেন। ক্লিনিকে টানা ১৭ দিন চিকিৎসাধীন থাকার পর তিনি বড় ছেলে তারেক রহমানের বাসায় অবস্থান করেন।

৭৯ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি জটিলতা, হৃদরোগ, ডায়াবেটিস ও আর্থ্রাইটিসসহ নানা শারীরিক সমস্যায় ভুগছেন। এসব সমস্যার উন্নত চিকিৎসার জন্য গত ৭ জানুয়ারি তিনি কাতারের রাজকীয় বিমানে লন্ডনে যান।

চিকিৎসাকালে মানসিকভাবে সুস্থ থাকার পেছনে বড় ভূমিকা রেখেছে তার পরিবারের সদস্যরা, বিশেষ করে তিন নাতনি ব্যারিস্টার জায়মা রহমান, জাফিয়া রহমান ও জাহিয়া রহমান। তাদের সহযোগিতার জন্য বিএনপির পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেন অধ্যাপক জাহিদ।

এ সময় তিনি কাতারের আমির, কাতার সরকার, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, পররাষ্ট্র মন্ত্রণালয়, বিমানবন্দর ও আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষ এবং প্রবাসী বিএনপির নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার, অধ্যাপক এফএম সিদ্দিক, অধ্যাপক নুর উদ্দিন আহমেদ, বিএনপির নেতা আহমেদ আজম খান, আসাদুজ্জামান রিপন, আমান উল্লাহ আমান, লুৎফুজ্জামান বাবর, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, সুলতান সালাহউদ্দিন টুকু, শাম্মী আখতার, নিলোফার চৌধুরী মনি, শায়রুল কবির খান, লন্ডন বিএনপির সভাপতি এমএ মালেক ও সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদসহ কেন্দ্রীয় ও অঙ্গসংগঠনের নেতারা।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর