[email protected] সোমবার, ১৯ মে ২০২৫
৫ জ্যৈষ্ঠ ১৪৩২

চাঁদা না দেওয়ায় যুবদল নেতাকে হাতুড়ি দিয়ে পেটালেন বিএনপি নেতা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৬ মে ২০২৫ ১:২০ পিএম

সংগৃহীত ছবি

টাঙ্গাইলের ভূঞাপুরে চাঁদা না দেওয়ার অভিযোগে এক যুবদল নেতাকে হাতুড়ি দিয়ে মারধরের ঘটনা ঘটেছে।

অভিযুক্ত ব্যক্তি স্থানীয় বিএনপির এক নেতা।

ঘটনাটি ঘটেছে রোববার (৪ মে) সন্ধ্যায় উপজেলার বামনহাটা বাজার এলাকায়। আহত ফারুক হোসেন ভূঞাপুর পৌরসভার বামনহাটা পশ্চিমপাড়া গ্রামের আব্দুল হামিদের ছেলে এবং স্থানীয় যুবদলের সাধারণ সম্পাদক হিসেবে পরিচিত।

ফারুকের ভাই মেহেদী হাসান জানান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অধীনে বামনহাটা এলাকায় চারটি ডাস্টবিন নির্মাণের কার্যাদেশ পান ফারুক।

অভিযোগ রয়েছে, স্থানীয় বিএনপি নেতা ও পৌর বিএনপির যুগ্ম-সম্পাদক লাল মামু খান তার কাছে ৬ লাখ টাকা চাঁদা দাবি করেন। ফারুক টাকা দিতে অস্বীকার করলে তাকে হাতুড়ি দিয়ে মারধর করা হয়।

স্থানীয়রা আহত অবস্থায় ফারুককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় ভূঞাপুর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

বিষয়টি নিয়ে একাধিকবার লাল মামু খানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি, ফলে তার বক্তব্য জানা যায়নি।

এ ঘটনায় বিব্রত স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান তালুকদার সেলু জানান, ভুক্তভোগীর পক্ষ থেকে থানায় অভিযোগ দেওয়া হয়েছে।

বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার জন্য পৌর কমিটিকে অবহিত করা হয়েছে।

ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম রেজাউল করিম বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর