[email protected] সোমবার, ২৬ মে ২০২৫
১২ জ্যৈষ্ঠ ১৪৩২

ফিরোজায় ফিরলেন খালেদা জিয়া, নেতাকর্মীদের উচ্ছ্বাসপূর্ণ অভ্যর্থনা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৬ মে ২০২৫ ১২:১৩ পিএম

সংগৃহীত ছবি

চার মাস লন্ডনে উন্নত চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

মঙ্গলবার (৬ মে) বেলা ১১টা ২৫ মিনিটে তিনি রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গুলশানের বাসভবন 'ফিরোজা’র উদ্দেশে রওনা দেন।

এর আগে সকাল ১০টা ৪০ মিনিটে কাতার রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সে তিনি ঢাকায় অবতরণ করেন। বিমানবন্দরে তাকে স্বাগত জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের সিনিয়র নেতারা।

খালেদা জিয়াকে একনজর দেখতে সকাল থেকেই বিমানবন্দর এলাকায় জড়ো হন বিপুলসংখ্যক দলীয় নেতাকর্মী। তাকে দেশে ফিরে পেয়ে স্বস্তি প্রকাশ করেন তারা। অনেকেই প্রত্যাশা করছেন, তিনি আবারও দলের নেতৃত্বে সক্রিয় ভূমিকা রাখবেন এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় অবদান রাখবেন।

এর আগে সোমবার (৫ মে) লন্ডন সময় দুপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজেই গাড়ি চালিয়ে মাকে নিয়ে যান হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে। দীর্ঘ ১৭ বছর প্রবাসে থাকা ছেলের জন্য এটি ছিল আবেগঘন বিদায়।

বিমানবন্দরে খালেদা জিয়াকে বিদায় জানাতে জড়ো হন হাজার হাজার প্রবাসী নেতাকর্মী। তারা স্লোগান ও ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন তাকে। খালেদা জিয়াও হাসিমুখে হাত নাড়িয়ে শুভেচ্ছা জানান এবং তারেক রহমানকে দেখাশোনার আহ্বান জানান নেতাকর্মীদের উদ্দেশে।

এ সফরে খালেদা জিয়ার সঙ্গে ছিলেন দুই পুত্রবধূ, লন্ডনভিত্তিক মেডিকেল বোর্ডের সদস্য, যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক ও সাধারণ সম্পাদক কায়সার এম আহমেদ। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর