[email protected] সোমবার, ২৬ মে ২০২৫
১২ জ্যৈষ্ঠ ১৪৩২

হিথ্রো বিমানবন্দর দিয়ে ঢাকার পথে খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৫ মে ২০২৫ ৮:০৯ পিএম
আপডেট: ০৫ মে ২০২৫ ৮:১৪ পিএম

ফাইল ছবি

হিথ্রো বিমানবন্দর দিয়ে ঢাকার পথে খালেদা জিয়া সোমবার (৫ মে) স্থানীয় সময় দুপুর ২টা ১০ মিনিটে লন্ডনের বাসা থেকে হিথ্রো বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হন তিনি।

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন জানান, “ম্যাডাম ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন। তার ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজেই গাড়ি চালিয়ে মাকে বিমানবন্দরে পৌঁছে দিচ্ছেন।”

যাত্রার সময় গাড়ির সামনের আসনে ছিলেন খালেদা জিয়া এবং পেছনের সিটে ছিলেন দুই পুত্রবধূ—জুবাইদা রহমান ও সৈয়দা শর্মিলা রহমান।

হিথ্রো বিমানবন্দরে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে স্থানীয় সময় বিকেল ৪টা ১০ মিনিটে কাতারের আমির কর্তৃক প্রেরিত একটি বিশেষ বিমানযোগে ঢাকার উদ্দেশে যাত্রা করার কথা রয়েছে খালেদা জিয়ার।

উল্লেখ্য, উন্নত চিকিৎসার জন্য গত ৭ জানুয়ারি লন্ডনে গিয়েছিলেন সাবেক এই প্রধানমন্ত্রী।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর