[email protected] রবিবার, ২৫ মে ২০২৫
১০ জ্যৈষ্ঠ ১৪৩২

হাসনাতের গাড়িতে হামলার অভিযোগ আটক ৫৪

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৫ মে ২০২৫ ১১:৩২ এএম

সংগৃহীত ছবি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলার ঘটনায় এ পর্যন্ত ৫৪ জনকে আটক করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।

রবিবার সন্ধ্যায় গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় এ হামলার পর রাতভর অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিদের সবাই আওয়ামী লীগের নেতাকর্মী বলে জানিয়েছে পুলিশ।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (এডিসি) রবিউল হাসান বলেন, ঘটনার পরপরই পুলিশের একাধিক দল অভিযানে নামে। যদিও এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ বা মামলা দায়ের হয়নি।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, ঢাকায় ফেরার পথে এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহর গাড়িতে ধারালো অস্ত্র ও পাথর দিয়ে হামলা চালানো হয়। এতে গাড়ির গ্লাস ভেঙে যায় এবং তিনি হাতে আঘাত পান। নিরাপত্তার জন্য তিনি বোর্ডবাজারের আইইউটি ক্যাম্পাসে আশ্রয় নেন।

হামলার খবর ছড়িয়ে পড়লে আইইউটি ক্যাম্পাসের সামনে শিক্ষার্থীরা জড়ো হন এবং পরে এনসিপির নেতাকর্মীরা মশাল মিছিল বের করে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।

এ বিষয়ে বাসন থানার ওসি শাহীন খান বলেন, দুর্বৃত্তরা মোটরসাইকেলে করে পিছু নিয়ে গাড়িতে পাথর নিক্ষেপ করে হামলা চালায়। পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে দুজনকে এবং পরবর্তীতে আরও ৫২ জনকে আটক করে। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর