[email protected] মঙ্গলবার, ২৭ মে ২০২৫
১৩ জ্যৈষ্ঠ ১৪৩২

খালেদা জিয়ার দেশে ফেরা পেছালো

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৪ মে ২০২৫ ১:২৭ এএম

সংগৃহীত ছবি

চিকিৎসার জন্য যুক্তরাজ্যের লন্ডনে অবস্থানরত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দেশে ফেরা একদিন পিছিয়েছে। পূর্বঘোষিত ৫ মে’র পরিবর্তে তিনি ৬ মে দেশে ফিরছেন।

চিকিৎসার জন্য যুক্তরাজ্যের লন্ডনে অবস্থানরত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দেশে ফেরা একদিন পিছিয়েছে। পূর্বঘোষিত ৫ মে’র পরিবর্তে তিনি ৬ মে দেশে ফিরছেন

শনিবার (৩ মে) সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, কাতারের আমিরের দেয়া বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে আগামী সোমবার (৫ মে) লন্ডন থেকে যাত্রা করে মঙ্গলবার (৬ মে) ঢাকায় পৌঁছাবেন খালেদা জিয়া। নির্দিষ্ট সময় পরবর্তীতে জানানো হবে।

এর আগে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছিলেন, ৫ মে সকালে খালেদা জিয়ার দেশে ফেরার কথা রয়েছে এবং তাঁর সঙ্গে দুই পুত্রবধূ—তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান ও আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান থাকার কথা রয়েছে।

গত ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য কাতারের আমিরের ব্যবস্থাপনায় একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডনে যান খালেদা জিয়া।

সেখানে লন্ডন ক্লিনিকে ভর্তি হয়ে টানা ১৭ দিন অধ্যাপক প্যাট্রিক কেনেডি ও অধ্যাপক জেনিফার ক্রসের তত্ত্বাবধানে চিকিৎসা নেন। এরপর ২৫ জানুয়ারি থেকে তিনি তারেক রহমানের বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর