[email protected] রবিবার, ২৫ মে ২০২৫
১১ জ্যৈষ্ঠ ১৪৩২

পুরানা পল্টনে বহুতল ভবনের ছাদে আগুন, কাজ করছে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩ মে ২০২৫ ১০:০৮ পিএম

ফাইল ছবি

রাজধানীর পুরানা পল্টনে একটি বহুতল ভবনের ছাদে আগুন লাগার ঘটনা ঘটেছে।

আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের অন্তত আটটি ইউনিট।

শনিবার (৩ মে) রাত ৮টা ২৫ মিনিটের দিকে ফকিরাপুল বিজয়নগরের পানির ট্যাংকির কাছে অবস্থিত ‘সাব্বির টাওয়ার’ নামের ১১ তলা ভবনের ছাদে আগুনের সূত্রপাত ঘটে।

এ ঘটনায় এখনও পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া না গেলেও রাত সোয়া ৯টা পর্যন্ত আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।

ভবনটিতে আবাসিক হোটেল ছাড়াও বেশ কয়েকটি বেসরকারি অফিস রয়েছে। আগুন লাগার সময় ভবনের বাসিন্দা ও কর্মরতদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান গণমাধ্যমকে জানান, আগুন লাগার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা অব্যাহত রয়েছে।

আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে কর্তৃপক্ষ।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর