[email protected] রবিবার, ২৫ মে ২০২৫
১০ জ্যৈষ্ঠ ১৪৩২

‘আমরাই আপনাকে ক্ষমতায় বসিয়েছি, আওয়ামী লীগ নিষিদ্ধ করাই হবে সবচেয়ে বড় সংস্কার’ — হাসনাত আবদুল্লাহ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩ মে ২০২৫ ৮:০৮ পিএম

ফাইল ছবি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় প্রধান সংগঠক হাসনাত আবদুল্লাহ দাবি করেছেন, বাংলাদেশে সবচেয়ে বড় রাজনৈতিক সংস্কার হবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা।

শনিবার (৩ মে) সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজতে ইসলাম বাংলাদেশের আয়োজিত মহাসমাবেশে অংশ নিয়ে তিনি বলেন, “আওয়ামী লীগ বাংলাদেশকে কসাইখানায় পরিণত করেছে। তারা কোনো রাজনৈতিক দল নয়, একটি সন্ত্রাসী সংগঠন। এদের নিষিদ্ধ করাই হবে দেশের জন্য সবচেয়ে বড় সংস্কার।”

হাসনাত আরও বলেন, “ড. মুহাম্মদ ইউনূস সম্প্রতি বলেছেন, আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশ নেবে কি না, সেটি তাদের সিদ্ধান্ত। কিন্তু আমরা বলতে চাই, ভুলে যাবেন না—আমরাই আপনাকে ক্ষমতায় বসিয়েছি। এই সিদ্ধান্ত জনগণের। আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ নিয়ে সিদ্ধান্ত নেয়ার এখতিয়ার তাদের নেই।”

তিনি আরও বলেন, “আন্দোলন চলবে যতদিন না শেখ হাসিনার বিচার ও শাস্তি নিশ্চিত হয়। এই আওয়ামী লীগ বাংলাদেশে ফিরে আসবে না। দলটি মৃত, আর তার ‘জনাজা’ হয়েছে দিল্লিতে।”

প্রসঙ্গত, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্রদের নেতৃত্বে সংঘটিত গণঅভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হয়। এরপর ৮ আগস্ট নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণ করেন।

এনসিপি, যেটি ছাত্রদের নেতৃত্বে গঠিত একটি রাজনৈতিক দল, শুরু থেকেই আওয়ামী লীগের নিবন্ধন বাতিল এবং দলটিকে নিষিদ্ধ করার দাবি জানিয়ে আসছে।

হাসনাত আবদুল্লাহ বলেন, “আট মাস পেরিয়ে গেলেও এখনো অনেক রাজনৈতিক দল এবং রাজনীতিকরা আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে বিবেচনা করছেন, যা অত্যন্ত দুঃখজনক। আমরা স্পষ্ট করে বলতে চাই, এ দলকে রাজনৈতিক প্ল্যাটফর্মে কোনো স্থান দেওয়া যায় না।”

তিনি আরও বলেন, “যে শেখ হাসিনা ৫ মে আলেম-ওলামাদের ওপর হামলা চালিয়েছিল, তিনি আজ পালিয়ে বেড়াচ্ছেন। আমরা চাই ৫ মে’র শহীদদের তালিকা প্রকাশ করা হোক এবং তাদের হত্যার বিচার হোক।”

নারী বিষয়ক সংস্কার কমিশন প্রসঙ্গে তিনি বলেন, “সংস্কারের নামে নারীদের নিয়ে যে বিতর্কিত প্রস্তাবনা আনা হয়েছে, তা অবশ্যই বাতিল করতে হবে।”

উল্লেখ্য, নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিলসহ চার দফা দাবিতে শনিবার সকালে হেফাজতে ইসলাম বাংলাদেশ সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশের আয়োজন করে। সমাবেশটি দুপুর ১টা পর্যন্ত চলার কথা রয়েছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর