দেশের আবহাওয়া ও সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় আগামী জাতীয় নির্বাচন ফেব্রুয়ারি অথবা এপ্রিল মাসে অনুষ্ঠিত হওয়া উচিত বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শনিবার (৩ মে) সকালে রাজধানীর মগবাজারে আল-ফালাহ মিলনায়তনে দলের জেলা ও মহানগর আমিরদের সম্মেলনে তিনি এ কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, “আমরা মনে করি, রমজানের আগেই অর্থাৎ ফেব্রুয়ারি মাসে নির্বাচন হলে ভালো। তবে প্রয়োজনীয় সংস্কার ও বিচার প্রক্রিয়ায় জনআস্থা সৃষ্টি না হলে, সর্বোচ্চ এপ্রিলের মধ্যে নির্বাচন সম্পন্ন হওয়া উচিত। মার্চ মাসে অধিকাংশ দিন রোজা থাকায় সে সময় নির্বাচন উপযুক্ত নয়।”
তিনি বলেন, “সরকার সংস্কার কার্যক্রমের যে ঘোষণা দিয়েছে তা যদি বাস্তবায়নে আন্তরিক হয় এবং সব পক্ষ সহযোগিতা করে, তবে নির্ধারিত সময়ের মধ্যেই নির্বাচন সম্ভব। আমাদের প্রশ্ন, শুধুই ফ্যাসিবাদের পতন হচ্ছে, নাকি প্রকৃত ফ্যাসিবাদীরাও বিচার পাচ্ছে?”
তিনি আরও বলেন, “২০১১ সালের পর এই ধরনের সম্মেলনের সুযোগ আমরা আর পাইনি।
এসআর
মন্তব্য করুন: