[email protected] সোমবার, ২৬ মে ২০২৫
১২ জ্যৈষ্ঠ ১৪৩২

সোমবার দেশে ফিরছেন খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২ মে ২০২৫ ২:৫৯ পিএম

সংগৃহীত ছবি

চার মাস চিকিৎসা শেষে আগামী সোমবার (৫ মে) লন্ডন থেকে দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।

তার সঙ্গে পুত্রবধূ ডা. জুবাইদা রহমান ও সৈয়দা শামিলা রহমানও দেশে ফিরছেন।

শুক্রবার (২ মে) বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, “ইনশাআল্লাহ, ম্যাডাম আগামী ৫ তারিখ সকালে দেশে ফিরবেন। আমাদের জানা মতে, তার দুই পুত্রবধূ—তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান ও আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমানও সঙ্গে থাকবেন।”

গত ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডনে যান খালেদা জিয়া। সেখানে লন্ডন ক্লিনিকে ১৭ দিন বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন তিনি। এরপর থেকে তিনি তারেক রহমানের বাসায় চিকিৎসা নিচ্ছেন।

ছয় বছরের বেশি সময় পর এবার লন্ডনে পরিবারের সদস্যদের সঙ্গে ঈদ উদ্‌যাপন করেছেন খালেদা জিয়া। তার বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, “আলহামদুলিল্লাহ, আগের চেয়ে অনেকটাই ভালো আছেন।”

দেশে ফেরার প্রসঙ্গে তিনি আরও জানান, “কাতার থেকে যে এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডন গিয়েছিলেন, তা টেকনিক্যাল কারণে একটু বিলম্ব হচ্ছে। শেষ পর্যন্ত সেটি না পাওয়া গেলে বাংলাদেশ বিমানের ফ্লাইটেই দেশে ফিরবেন। সব প্রস্তুতি নেওয়া হয়েছে।”

বিএনপি চেয়ারপারসনের গুলশানের বাসভবন ‘ফিরোজা’ ইতোমধ্যে প্রস্তুত করা হয়েছে বলে জানিয়েছেন দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। খালেদা জিয়ার একান্ত সচিব এবিএম আবদুস সাত্তার জানান, তার প্রত্যাবর্তন ঘিরে সব ধরনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হচ্ছে। বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয় ও আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট সব সংস্থাকে জানানো হয়েছে।

এর আগে লন্ডন থেকে ফেরার বিষয়টি জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনকে চিঠি দেন। এরপর সরকারও বাংলাদেশ হাইকমিশনগুলোর মাধ্যমে প্রস্তুতি গ্রহণ করে।

উল্লেখ্য, ২০১৮ সালে দুর্নীতির মামলায় গ্রেপ্তার হয়ে খালেদা জিয়া পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন। করোনা মহামারির সময় সরকার তাকে বিশেষ বিবেচনায় জামিনে মুক্তি দেয়।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের আদেশে তিনি মুক্তি পান এবং তার বিরুদ্ধে থাকা মামলাগুলোর রায় বাতিল করা হয়। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর