[email protected] বুধবার, ২১ মে ২০২৫
৭ জ্যৈষ্ঠ ১৪৩২

আ. লীগের নিবন্ধন বাতিল করতে হবে- নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২ মে ২০২৫ ২:৫১ পিএম

সংগৃহীত ছবি

জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আওয়ামী লীগের রাজনৈতিক নিবন্ধন বাতিল করে তাদের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করা উচিত।

 

শুক্রবার (২ মে) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে এবি পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

নাহিদ ইসলাম বলেন, বর্তমানে দেশের রাজনৈতিক আলোচনার মূল বিষয় তিনটি—সংস্কার, নির্বাচন ও আওয়ামী লীগের ভূমিকায় বিচার। তিনি মনে করেন, এই তিনটি বিষয় একে অপরের পরিপূরক এবং এর মাধ্যমেই গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব।

তিনি আরও বলেন, গত ৫ আগস্ট দেশের জনগণ আওয়ামী লীগের বিরুদ্ধে স্পষ্ট বার্তা দিয়েছে। জনগণের সিদ্ধান্তই নির্ধারণ করবে এ দলের ভবিষ্যৎ। তা হতে পারে গণভোটের মাধ্যমে কিংবা রাজপথে গণআন্দোলনের মাধ্যমে।

নাহিদের দাবি, দেশে একটি গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে জনগণ আওয়ামী লীগ ও মুজিববাদের বিরুদ্ধাচরণ করেছে। তিনি বলেন, “জনরোষে পড়ে অনেক নেতা দেশ ছেড়েছেন। এখন তাদের রাজনীতি করার নৈতিক ভিত্তি নেই।”

তিনি বলেন, আওয়ামী লীগের নিবন্ধন দ্রুত বাতিল করে তাদের সংগঠনিক কার্যক্রম আইনি কাঠামোর মধ্যে নিষিদ্ধ করা দরকার।

সংস্কার নিয়ে মন্তব্য করতে গিয়ে নাহিদ বলেন, “সব রাজনৈতিক দল সংস্কারের কথা বলছে। কিন্তু মৌলিক রাজনৈতিক সংস্কারের ভিত্তিতে ঐক্য গড়ে তোলাই এখন সময়ের দাবি, যার মাধ্যমে শাসনব্যবস্থা পরিবর্তন ও শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর সম্ভব।”

নির্বাচন নিয়ে রাজনৈতিক দ্বন্দ্বের প্রসঙ্গে তিনি বলেন, “শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের জন্য কেবল প্রাতিষ্ঠানিক কাঠামো নয়, রাজনৈতিক সদিচ্ছা, পারস্পরিক আস্থা ও সংস্কৃতির পরিবর্তন জরুরি। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর