[email protected] শনিবার, ২৬ এপ্রিল ২০২৫
১৩ বৈশাখ ১৪৩২

টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে অভিযোগের প্রমাণ দিতে পারেনি দুদক: আইনজীবী

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ২৪ এপ্রিল ২০২৫ ১:০৫ পিএম

ফাইল ছবি

ব্রিটিশ এমপি ও সাবেক সিটি মন্ত্রী টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে আনা দুর্নীতি ও সম্পদ গোপনের অভিযোগে এখনো পর্যন্ত কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ দিতে পারেনি দুর্নীতি দমন কমিশন (দুদক)।

এমনটাই দাবি করেছেন টিউলিপের আইনজীবীরা।

ব্রিটিশ দৈনিক ইভিনিং স্ট্যান্ডার্ড-এ প্রকাশিত এক প্রতিবেদনে লন্ডনভিত্তিক আইন সংস্থা ‘স্টিফেনসন হারউড’ জানিয়েছে, বাংলাদেশি আদালতে মামলার আবেদন, গ্রেপ্তারি পরোয়ানা ও ইন্টারপোল রেড নোটিশের হুমকি দেওয়া হলেও, টিউলিপ বা তার আইনজীবীরা আনুষ্ঠানিকভাবে এখনো কিছুই পাননি।

আইনজীবীরা জানান, এক মাস আগে দুদককে চিঠি দিয়ে অভিযোগের প্রমাণ চাওয়া হলেও কোনো উত্তর মেলেনি। বরং সংবাদমাধ্যমে বিবৃতি দিয়ে এবং ‘ভীতি প্রদর্শনের কৌশল’ নিয়ে টিউলিপের সুনাম ক্ষুণ্ন করার চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন তারা।

টিউলিপের বিরুদ্ধে অভিযোগগুলোর মধ্যে রয়েছে: লন্ডনে উপহার পাওয়া দুটি ফ্ল্যাটের তথ্য গোপন, ঢাকার পূর্বাচল প্রকল্পে মায়ের নামে প্লট বরাদ্দে প্রভাব খাটানো এবং একটি অবকাঠামো প্রকল্প থেকে ৫ বিলিয়ন ডলার আত্মসাতের সঙ্গে পারিবারিক সম্পৃক্ততা।

এ বিষয়ে দুদক চেয়ারম্যান আবদুল মোমেন বলেন, “বিষয়টি আদালতের এখতিয়ারভুক্ত। তাই টিউলিপের সঙ্গে সরাসরি চিঠি চালাচালির প্রশ্নই আসে না। আদালতের আদেশ অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। তিনি হাজির না হলে পলাতক হিসেবে বিবেচিত হবেন।”

টিউলিপের আইনজীবীরা বলছেন, দুদকের উচিত রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে নিরপেক্ষভাবে আচরণ করা এবং সরাসরি আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান খোঁজা।

তবে তাদের পাঠানো দুটি চিঠিরই কোনো জবাব মেলেনি বলে জানায় আইন সংস্থাটি। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর