[email protected] শনিবার, ২৬ এপ্রিল ২০২৫
১৩ বৈশাখ ১৪৩২

বাবার লাইসেন্স ইস্যুতে ক্ষমা চাইলেন উপদেষ্টা আসিফ মাহমুদ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪ এপ্রিল ২০২৫ ১২:২৭ পিএম
আপডেট: ২৪ এপ্রিল ২০২৫ ১২:২৯ পিএম

ফাইল ছবি

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বাবার নাম ব্যবহার করে ঠিকাদারি লাইসেন্স ইস্যুর ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি এই বিষয়ে ব্যাখ্যা দেন এবং ক্ষমা প্রার্থনা করেন।

পোস্টে তিনি জানান, একটি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে তার বাবার নামে একটি ঠিকাদারি লাইসেন্স ইস্যুর বিষয়টি আলোচনায় আসে।

এ প্রসঙ্গে তিনি বলেন, “আমার বাবা একজন স্কুলশিক্ষক। স্থানীয় এক ঠিকাদারের অনুরোধে এবং কোনো অসৎ উদ্দেশ্য ছাড়াই তিনি জেলা পর্যায়ের একটি ঠিকাদারি লাইসেন্স নিয়েছিলেন।”

আসিফ মাহমুদ আরো বলেন, “আমি যেহেতু সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে দায়িত্বে আছি, তাই এটি স্পষ্টভাবেই স্বার্থসংঘাত (কনফ্লিক্ট অব ইন্টারেস্ট)।

বিষয়টি বোঝানোর পর বাবার অনুরোধে আজ লাইসেন্সটি বাতিল করা হয়েছে।

যদিও এই লাইসেন্স ব্যবহার করে কোনো সরকারি প্রকল্পে আবেদন করা হয়নি।”

তিনি বলেন, “বাবা হয়তো বিষয়টির গভীরতা বুঝতে পারেননি। তাই আমি তার পক্ষ থেকে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করছি।”

প্রসঙ্গত, কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের প্রথম এই তথ্য প্রকাশ করেন, যার পর থেকে বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনার ঝড় ওঠে। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর