[email protected] শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
৬ বৈশাখ ১৪৩২

নির্বাচনের আগে তিন শর্ত পূরণের দাবি জামায়াত আমিরের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭ এপ্রিল ২০২৫ ৪:০৮ পিএম

ফাইল  ছবি

জাতীয় নির্বাচনের আগে দেশের জনগণের প্রত্যাশা অনুযায়ী তিনটি বাধ্যতামূলক শর্ত পূরণে জোর দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।

তিনি বলেন, এসব শর্ত পূরণ না হলে নির্বাচন অর্থবহ হবে না। তাঁর মতে, নির্বাচন হতে পারে ২০২৬ সালের ফেব্রুয়ারির আগেও কিংবা পরে—কিন্তু তা নির্ভর করবে এসব শর্ত পূরণের ওপর।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ইউরোপ ও যুক্তরাজ্য সফর শেষে রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনটি শর্তের কথা তুলে ধরে জামায়াত আমির বলেন: ১. দৃশ্যমান ও মৌলিক রাজনৈতিক সংস্কার,
২. ফ্যাসিবাদী শক্তির বিচার,
৩. গ্রহণযোগ্য নির্বাচন প্রক্রিয়া প্রতিষ্ঠা।

শফিকুর রহমান বলেন, “বিদেশিরা আমাদের দেশের নির্বাচন নিয়ে জানতে চেয়েছেন—কখন হবে, কীভাবে হবে? আমরা তাদের বলেছি, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় তিনটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মধ্যে প্রথম ও প্রধান হলো দৃশ্যমান, গ্রহণযোগ্য ও মৌলিক সংস্কার। আমরা আগেই জাতির সামনে কিছু নির্দিষ্ট সংস্কার প্রস্তাব উপস্থাপন করেছি এবং সেগুলো কমিশনের কাছেও জমা দিয়েছি।”

তিনি আরও বলেন, “এই সংস্কার ছাড়া কোনো নির্বাচন জনগণের কাছে গ্রহণযোগ্য হবে না। বরং অতীতে যেমন প্রশ্নবিদ্ধ নির্বাচন হয়েছে, এবারও তেমন আশঙ্কা থাকবে। আমরা আর কোনো প্রহসনের নির্বাচন চাই না।”

জামায়াত আমির মনে করেন, সংস্কার প্রক্রিয়ায় সব রাজনৈতিক দলেরই সরকারকে সহায়তা করা উচিত। তিনি বলেন, “যত দ্রুত দলগুলো সরকারের সঙ্গে সমন্বয় করবে, তত দ্রুত নির্বাচনও এগিয়ে আসবে।”

ফ্যাসিস্ট শক্তির বিচার বিষয়ে শফিকুর রহমান বলেন, “এই বিচার হওয়া উচিত ন্যায়বিচার নিশ্চিত করে, যাতে কারও প্রশ্ন তোলার সুযোগ না থাকে। নির্বাচন এমনভাবে পরিচালিত হতে হবে, যাতে তা সুষ্ঠু, নিরপেক্ষ ও প্রশ্নাতীত হয়। এ জন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে আরও সংলাপ ও সমঝোতা জরুরি।”

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিচার প্রক্রিয়ার জন্য তারা কোনো নির্দিষ্ট সময়সীমা দিচ্ছেন না, তবে এটি তাদের গুরুত্বপূর্ণ রাজনৈতিক দাবি।

সম্প্রতি ইউরোপ সফর প্রসঙ্গে শফিকুর রহমান জানান, তিনি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং তাঁর স্বাস্থ্য সম্পর্কে খোঁজ নিয়েছেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গেও সাক্ষাৎ হয়েছে, তবে কোনো আনুষ্ঠানিক বৈঠক হয়নি বলে জানান তিনি।

সফরকালে জামায়াত প্রতিনিধি দল ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে দূতাবাস স্থাপনের আহ্বান জানায়। পাশাপাশি রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করার আহ্বানও জানানো হয়

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর