[email protected] মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
৩১ আষাঢ় ১৪৩২

ঢাকা মহানগর দক্ষিণ আ.লীগের সাবেক সাধারণ সম্পাদক মুরাদ গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭ এপ্রিল ২০২৫ ১:২৯ পিএম
আপডেট: ১৭ এপ্রিল ২০২৫ ১:৩১ পিএম

সংগৃহীত ছবি

ঢাকা মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য এবং দক্ষিণ শাখার সাবেক সাধারণ সম্পাদক মো. শাহে আলম মুরাদকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বৃহস্পতিবার রাজধানীর উত্তরা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মুখপাত্র, উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।

জানা গেছে, চলতি মাসের ৬ তারিখ বায়তুল মোকাররম থেকে বঙ্গবন্ধু এভিনিউ পর্যন্ত একটি হঠাৎ আয়োজন করা মিছিলে নেতৃত্ব দিয়েছিলেন শাহে আলম মুরাদ। ওই ঘটনার পর থেকেই তিনি আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে ছিলেন।

উল্লেখ্য, সাম্প্রতিক সময় রাজনৈতিক অঙ্গনে নানা পরিবর্তনের পর একাধিক রাজনৈতিক নেতা ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে আইনানুগ পদক্ষেপ নেওয়া হচ্ছে।

তারই ধারাবাহিকতায় এই গ্রেফতার অভিযান পরিচালিত হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর