জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, দেশের মাঠ প্রশাসন নিরপেক্ষ নয়, বরং অনেক ক্ষেত্রেই বিএনপির পক্ষে কাজ করছে।
এমন পরিস্থিতিতে গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয় বলেও তিনি মন্তব্য করেন।
বুধবার (১৬ এপ্রিল) রাজধানীর গুলশানে মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, “মাঠ প্রশাসন বিএনপিকে সহযোগিতা করছে, কিন্তু এনসিপিকে করছে না। এ ধরনের পক্ষপাতদুষ্ট প্রশাসনের অধীনে কোনো নির্বাচন হতে পারে না।”
তিনি জানান, এনসিপি মৌলিক সংস্কার ছাড়া নির্বাচনে যাবে না। “সংস্কার ছাড়া যদি নির্বাচন হয়, তাহলে এনসিপি তাতে অংশ নেবে কি না, সেটি এখনো অনিশ্চিত।”
প্রধান উপদেষ্টার প্রস্তাবিত নির্বাচনী সময়সীমা নিয়ে প্রশ্ন তুললেও এনসিপি এর প্রাথমিক ভিত্তিতে সমর্থন জানায়। তবে দলটির অবস্থান—নির্বাচনের আগে মৌলিক সংস্কার অপরিহার্য।
এনসিপি যেখানে সংস্কারকে অগ্রাধিকার দিচ্ছে, সেখানে বিএনপি বলছে, আগে নির্বাচন, পরে সংস্কার। বিএনপি নেতাদের দাবি, “সংস্কার একটি চলমান প্রক্রিয়া, এটি নির্বাচন বিলম্বের কারণ হতে পারে না।”
এদিন বিএনপি নেতারা প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে দীর্ঘ বৈঠক করেন। বৈঠক শেষে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “প্রধান উপদেষ্টা নির্দিষ্ট কোনো রোডম্যাপ দেননি।
তিনি শুধু বলেছেন, ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হতে পারে। আমরা এতে সন্তুষ্ট নই।
আমরা স্পষ্ট করে জানিয়ে দিয়েছি—ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হতে হবে, না হলে দেশের রাজনৈতিক পরিস্থিতি আরও অবনতি ঘটবে।
এসআর
মন্তব্য করুন: