[email protected] শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
৬ বৈশাখ ১৪৩২

লন্ডনে খালেদা জিয়ার সঙ্গে জামায়াত আমিরের সাক্ষাৎ: সৌজন্য না রাজনৈতিক বার্তা?

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২৫ ১২:৪১ এএম

ফাইল ছবি

যুক্তরাজ্যের লন্ডনে অবস্থানরত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এবং নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।

সাক্ষাৎটি অনুষ্ঠিত হয় খালেদা জিয়ার ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসভবনে, যেখানে বর্তমানে খালেদা জিয়া অবস্থান করছেন এবং চিকিৎসা নিচ্ছেন।

জামায়াতের আমির সম্প্রতি ইউরোপ সফর শেষে দেশে ফিরে এ সাক্ষাতের বিষয়টি স্বীকার করেন। মঙ্গলবার রাতে একটি গণমাধ্যমকে তিনি জানান, “বেগম জিয়ার সঙ্গে আমাদের দীর্ঘদিনের রাজনৈতিক সম্পর্ক রয়েছে। তিনি অসুস্থ, তাই খোঁজখবর নেওয়া আমাদের নৈতিক দায়িত্ব। আমরা তার জন্য দোয়া করেছি, তিনি আমাদের জন্যও দোয়া করেছেন।”

তারেক রহমানের সঙ্গে সাক্ষাতে কোনো রাজনৈতিক আলোচনা হয়েছে কি না, এমন প্রশ্নে জামায়াত আমির শুধু বলেন, “দুজন মানুষ একসঙ্গে হলে তো অনেক কথাই হয়।” তবে তিনি বিস্তারিত কিছু জানাননি।

জানা গেছে, ৪ এপ্রিল জামায়াত প্রতিনিধি দল প্রথমে ব্রাসেলসে যায়। সেখানে ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তরে সাউথ এশিয়ান ককাস ও আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক বিভিন্ন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন তাঁরা। এরপর প্রতিনিধি দলটি লন্ডনে যায়।

এদিকে, এই সাক্ষাৎকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে আলোচনা তৈরি হয়েছে। বিএনপি চেয়ারপারসনের সাবেক প্রেস সচিব মারুফ কামাল খান এক ফেসবুক পোস্টে লিখেছেন, “দুই ডাক্তারের (শফিকুর রহমান ও তাহের) এই সাক্ষাৎ রাজনীতির রসায়নে নতুন কোনো পরিবর্তন আনবে, নাকি নিছক সৌজন্য সাক্ষাৎ হিসেবেই দেখা হবে—তা সময়ই বলে দেবে।”

তিনি আরও লেখেন, “বেগম জিয়ার যুক্তরাজ্যে চিকিৎসার জন্য যাওয়ার আগে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানও তার বাসভবনে সাক্ষাৎ করেন, যার বিস্তারিতও জানা যায়নি।”

প্রসঙ্গত, বিএনপি ও জামায়াতের রাজনৈতিক সম্পর্ক অতীতে বিভিন্ন সময় ঘনিষ্ঠ থাকলেও সাম্প্রতিক সময়ে তাতে শৈত্যপ্রবাহ দেখা গেছে। এ প্রেক্ষাপটে এই সাক্ষাৎ নতুন করে আলোচনা ও জল্পনা কল্পনার জন্ম দিয়েছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর