[email protected] রবিবার, ২০ এপ্রিল ২০২৫
৭ বৈশাখ ১৪৩২

নতুন রাজনৈতিক দল গঠনের উদ্যোগে রফিকুল আমিন, আত্মপ্রকাশ ১৭ এপ্রিল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২৫ ১০:২০ পিএম

ফাইল ছবি

ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল আমিন নতুন একটি রাজনৈতিক দল গঠনের উদ্যোগ নিয়েছেন।

 দলটির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ আগামী ১৭ এপ্রিল রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে হতে যাচ্ছে।

ডেসটিনি গ্রুপের কর্মকর্তারা জানিয়েছেন, রাজধানীর বনানীর হোটেল শেরাটনে দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানে রাজনৈতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তি, নাগরিক সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন পেশার মানুষের অংশগ্রহণের কথা রয়েছে।

নতুন দলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন মোহাম্মদ রফিকুল আমিন এবং সদস্য সচিব হিসেবে রয়েছেন ফাতিমা তাসনিম।

দলটির পক্ষ থেকে পাঠানো এক শুভেচ্ছাবার্তায় বলা হয়েছে, “অপার সম্ভাবনাময় বাংলাদেশ আজ নতুন এক রাজনৈতিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে। ২০২৪ সালের জুলাইয়ের ছাত্র-জনতার ঐক্যবদ্ধ অভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগের মধ্য দিয়ে ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটেছে এবং নতুন একটি রাজনৈতিক ধারার সূচনা হয়েছে। ’৫২-এর ভাষা আন্দোলন, ’৭১-এর মহান মুক্তিযুদ্ধ এবং জুলাই ২৪-এর অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে আমরা একটি বৈষম্যহীন সমাজব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম গঠনের উদ্যোগ নিয়েছি।”
শুভেচ্ছাবার্তায় আত্মপ্রকাশ অনুষ্ঠানে অতিথিদের উপস্থিতিও কামনা করা হয়েছে।

প্রসঙ্গত, মোহাম্মদ রফিকুল আমিন ডেসটিনি গ্রুপ ছাড়াও বৈশাখী টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক এবং দৈনিক ডেসটিনি-এর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। ডেসটিনি ট্রি প্লান্টেশন এবং অর্থ পাচার সংক্রান্ত দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় দীর্ঘদিন কারাভোগের পর ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি কারামুক্ত হন।

এদিকে নতুন রাজনৈতিক দলের সদস্য সচিব ফাতিমা তাসনিম গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন।
রোববার (১৩ এপ্রিল) সংগঠনটির সভাপতির কাছে পাঠানো চিঠিতে তিনি লেখেন, “আমি, ফাতিমা তাসনিম, ব্যক্তিগত কারণে গণঅধিকার পরিষদ থেকে পদত্যাগ করছি।”

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর