[email protected] শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
৬ বৈশাখ ১৪৩২

প্রথম আলোকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে - জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪ এপ্রিল ২০২৫ ১১:৪১ পিএম

ফাইল ছবি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান প্রথম আলো পত্রিকার প্রতি জাতির কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন।

তিনি অভিযোগ করেন, পত্রিকাটি ঈদের মতো একটি ধর্মীয় উৎসবকে অসম্মান করেছে।

আজ সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি লিখেন, “প্রথম আলোর ঈদ শুভেচ্ছা কার্টুনে কুকুরের ছবি ব্যবহার করা হয়েছে—এটি অত্যন্ত অপ্রত্যাশিত এবং অযাচিত।”

তিনি আরও বলেন, “এর আগেও প্রথম আলো মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে বিতর্কিত আচরণ করেছিল। তখন পত্রিকার সম্পাদক মতিউর রহমান প্রকাশ্যে ক্ষমা চেয়েছিলেন।”

ডা. শফিকুর রহমান দাবি করেন, এমন ঘটনায় মুসলিম জনগোষ্ঠীর অনুভূতিতে আঘাত লেগেছে এবং তাই প্রথম আলোকে জনগণের কাছে দুঃখ প্রকাশ করা উচিত।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর