news.protidinerbangla22@gmail.com বৃহঃস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪
৪ আশ্বিন ১৪৩১

জমে উঠেছে পশুর হাট, ছোট গরুর চাহিদা বেশি

সাইদুর রহমান

প্রকাশিত: ১৫ জুন ২০২৪ ১:২৫ এএম
আপডেট: ১৫ জুন ২০২৪ ১:২৮ এএম

সোমবার সারাদেশে একযোগে পবিত্র ঈদুল আজহা অনুষ্ঠিত হবে।

ইতিমধ্যে ঢাকা সহ সারাদেশে জমে উঠেছে কোরবানির পশুর হাট। এরই মধ্যে অনেকেই কিনে ফেলেছেন পছন্দের গরু। এবারে ছোট মানের গরুর চাহিদা বেশি। ছোট আকৃতির গরু ৬০ হাজার থেকে শুরু করে ১ লাখ ৪০ হাজার টাকার মধ্যে বিক্রি হচ্ছে।

রাজধানীতে কোরবানির পশু বিকিকিনির জন্য ছোট-বড় অনেক হাট বসেছে। ঢাকার বাসিন্দাদের সবচেয়ে বেশি দৃষ্টি থাকে গাবতলী পশুর হাটে। এই হাটে ছোট মাঝারি বড় সব ধরনের গরু পাওয়া যায়। আবার দুম্বা, উটসহ অন্যান্য জাতের কোরবানিযোগ্য পশুও পাওয়া যায়।

শুক্রবার (১৪ জুন) বিকেলে গাবতলীর পশুর হাটে ক্রেতাদের বেশ ভিড় লক্ষ্য করা গেছে। গত কয়েকদিন নীরব থাকলেও শুক্রবার  বিকেল থেকে হাট জমে উঠেছে। যদিও বিক্রেতাদের দাবি, এখনো সেভাবে বেচা-বিক্রি শুরু হয়নি। দরদাম করে চলে যাচ্ছেন অনেক ক্রেতা।

অনেক অনেক ক্রেতা গরু পালনের ভয়ে কিনছেন না। তারা আজ কালের মধ্যেই কেনার কাজটা শেষ করবেন বলে আশা প্রকাশ করা যাচ্ছে।  

সরেজমিনে দেখা যায়, একটু বড় সাইজের গরু দেড় লাখ থেকে দুই লাখে বিক্রি হচ্ছে। মাঝারি আকৃতির গরু দুই লাখ থেকে ৪ লাখ টাকায় বিক্রি হচ্ছে।

এর চেয়ে বেশি দামের গরুগুলোকে বড় আকৃতির ধরা হচ্ছে। সেগুলোর দাম ৫ লাখ থেকে ২০-২৫ লাখ পর্যন্ত চাওয়া হচ্ছে। হাটে আসা বেশিরভাগ ক্রেতাকে ছোট ও মাঝারি সাইজের গরু কিনতে দেখা গেছে।

উওরা দিয়াবাড়ি হাট থেকে ১ লাখ ৯২ হাজর টাকায় গরু কিনেছেন সহোদর ফারহান শাহরিয়ার অপি ও ফারদিন শাহরিয়ার অর্ক। তারা দুভাই পছন্দের গরু কিনতে পেরে মহাখুশি। 

আশুলিয়া থেকে নয়া রাজা নামে গরু নিয়ে আসা আয়েশা অ্যাগ্রোর মালিক বলেন, আমার নয়া রাজার ওজন ৩৮ মণের বেশি হবে। ক্রেতারা আসছেন, দেখছেন, দামও বলছেন। এখন পর্যন্ত নয়া রাজার দাম ৯ লাখ উঠেছে।

আমি ১৪ লাখ টাকা চেয়েছি। তবে ক্রেতারা নিতে চাইলে সমন্বয় করে দিয়ে দেব। আমি এখন পর্যন্ত একটা গরু বিক্রি করেছি, নয়া রাজাকে নিয়েও আমি আশাবাদী।

গাবতলীতে গরু কিনতে এসেছেন মিরপুরের বাসিন্দা হারুন-অর-রশিদ। তিনি বলেন, আমি ছোট সাইজের মধ্যেই একটু বড় গরু কিনেছি। আমার এই সাইজের গরু কিনতে ব্যয় করতে হয়েছে এক লাখ ২০ হাজার টাকা। আমার বাজেটের মধ্যেই পেয়ে গেছি, এজন্য কিনে ফেললাম।

 

 

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর