[email protected] শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
৫ বৈশাখ ১৪৩২

জুলাই ফাউন্ডেশনের অর্থ আত্মসাতের অভিযোগে নাগরিক কমিটির নেত্রী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১ এপ্রিল ২০২৫ ১:৫৭ এএম

দিলশাদ আফরিন

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের অর্থ আত্মসাতের অভিযোগে নাগরিক কমিটির নেত্রী দিলশাদ আফরিনকে গ্রেপ্তার করেছে রমনা থানা পুলিশ।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) দিবাগত রাত ১২টায় বিষয়টি নিশ্চিত করেছেন রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) তরিকুল ইসলাম।

তিনি জানান, অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে এবং এ বিষয়ে বিস্তারিত খতিয়ে দেখা হচ্ছে।

এর আগে, গত ৮ এপ্রিল ফতুল্লা থানা কমিটির সদস্য দিলশাদ আফরিনকে সংগঠনের শৃঙ্খলা ও আদর্শবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে জাতীয় নাগরিক কমিটি থেকে বহিষ্কার করা হয়।

সংগঠনের ভারপ্রাপ্ত সদস্যসচিব আখতার হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে তাকে বহিষ্কারের সিদ্ধান্তের কথা জানানো হয়।

চিঠিতে বলা হয়, "জাতীয় নাগরিক কমিটির নিয়মনীতি অনুযায়ী আপনার সাম্প্রতিক কর্মকাণ্ড সংগঠনের আদর্শ ও শৃঙ্খলার পরিপন্থী হিসেবে প্রতীয়মান হয়েছে।

তাই আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও সদস্যসচিব আখতার হোসেনের অনুরোধক্রমে আপনাকে সংগঠন থেকে বহিষ্কার করা হলো। সিদ্ধান্তটি ৮ এপ্রিল থেকে কার্যকর হবে।"

সূত্র জানায়, জুলাই ফাউন্ডেশনের অভ্যন্তরীণ তদন্তে দিলশাদ আফরিনের প্রতারণার প্রমাণ পাওয়ার পর তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। বর্তমানে তিনি রমনা থানা পুলিশের হেফাজতে আছেন।

জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সাবেক যুগ্ম সদস্যসচিব আল আমিন জানান, "দিলশাদ আফরিনের বিরুদ্ধে অর্থ আত্মসাতসহ একাধিক অভিযোগ ছিল। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় তাকে বহিষ্কার এবং পরে গ্রেপ্তার করা হয়েছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর