[email protected] শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
৫ বৈশাখ ১৪৩২

ক্ষমতায় এলে ১৮ মাসে ১ কোটি কর্মসংস্থানের লক্ষ্য বিএনপির

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০ এপ্রিল ২০২৫ ১১:১৮ পিএম

ফাইল ছবি

ক্ষমতায় গেলে প্রথম ১৮ মাসে ১ কোটি মানুষের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরির ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট ২০২৫-এ অংশ নিয়ে দলটি অর্থনৈতিক রোডম্যাপ উপস্থাপন করে, যার অন্যতম লক্ষ্য ২০৩৪ সালের মধ্যে দেশকে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তর করা।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার ভেরিফায়েড ফেসবুক পেজে এসব পরিকল্পনার বিস্তারিত তুলে ধরেন। তিনি জানান, দলটি বৈদেশিক বিনিয়োগ (এফডিআই) বৃদ্ধির লক্ষ্যে জিডিপির অনুপাতে বর্তমান ০.৪৫ শতাংশ এফডিআই প্রবাহ বাড়িয়ে ২.৫ শতাংশে উন্নীত করার পরিকল্পনা করেছে।

বিএনপি জানায়, জনবান্ধব করনীতি প্রণয়ন, দক্ষ মানবসম্পদ উন্নয়ন, বাস্তবভিত্তিক প্রশিক্ষণ ও প্রণোদনার মাধ্যমে দেশি-বিদেশি কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণকে অগ্রাধিকার দেবে তারা।

এছাড়া, বিদেশি বিনিয়োগ আকর্ষণে ১১টি নীতিগত সংস্কারের প্রস্তাব দিয়েছে দলটি। এর মধ্যে রয়েছে: বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) কার্যকর করা, ভিসা ও ওয়ার্ক পারমিট প্রক্রিয়া সহজীকরণ, ২৪/৭ বিনিয়োগ সহায়তা, স্বয়ংক্রিয় মুনাফা প্রত্যাবাসন, দক্ষ কর্মী গড়ে তোলা, বিনিয়োগ নিরাপত্তা আইন প্রণয়ন ও অবকাঠামোগত উন্নয়ন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এক শুভেচ্ছা বার্তায় জাতীয় ঐক্যকে ভবিষ্যৎ উন্নয়নের মূলভিত্তি হিসেবে উল্লেখ করেন। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর