বাংলাদেশের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করতে আত্মপ্রকাশ করতে যাচ্ছে একটি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম— ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ)।
বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে প্ল্যাটফর্মটির নাম ও লক্ষ্য ঘোষণা করেন জাতীয় নাগরিক কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ।
তিনি জানান, “জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নের অঙ্গীকার নিয়ে গঠিত হতে যাওয়া এই রাজনৈতিক প্ল্যাটফর্মের নাম রাখা হয়েছে ‘ইউনাইটেড পিপলস বাংলাদেশ’। বাংলাদেশের ছাত্র ও তরুণ সমাজকে সঙ্গে নিয়েই এ প্ল্যাটফর্ম সামনে এগিয়ে যাবে।”
ছাত্রশিবিরের সাবেক এই নেতা জানান, পিলখানা, শাপলা চত্বর ও জুলাইয়ের ঘটনার বিচার, ফ্যাসিবাদী রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের নিষিদ্ধকরণ এবং ‘জুলাই গণআন্দোলনের’ শহিদ পরিবার ও আহতদের অর্থনৈতিক পুনর্বাসনের দাবিই হবে প্ল্যাটফর্মটির প্রাথমিক কর্মসূচি।
জুনায়েদ বলেন, “আমরা চাই বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি বদলাতে। নৈতিক ও যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠা, সামাজিক সুবিচার, ধর্মীয় মূল্যবোধ-ভিত্তিক সামাজিক চুক্তি এবং বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠনের লক্ষ্যে দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা নিয়ে পথ চলবে ‘আপ বাংলাদেশ’।”
তিনি আরও বলেন, “আমাদের এই প্ল্যাটফর্ম ৪টি ‘রাহুগ্রাস’ থেকে দেশকে মুক্ত করার প্রতিশ্রুতি নিয়ে এগোবে— ফ্যাসিবাদ, আধিপত্যবাদ, ধর্মবিদ্বেষ ও দুর্নীতি। এই চারটি সংকট বাংলাদেশের রাজনীতিকে জর্জরিত করছে, যা থেকে উত্তরণই আমাদের লক্ষ্য।”
তিনি জানিয়েছেন, বাংলাদেশের জনগণের অর্থনৈতিক মুক্তি এবং একটি বৈষম্যহীন ও সমৃদ্ধ রাষ্ট্র গঠনের রূপরেখাও থাকবে এই প্ল্যাটফর্মের ঘোষণাপত্রে।
প্রসঙ্গত, বৈষম্যবিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়ে আলোচনায় আসা ইসলামী ছাত্রশিবিরের সাবেক দুই নেতা আলী আহসান জুনায়েদ ও রাফে সালমান রিফাতের নাম জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) গঠনের সময়ও শোনা গিয়েছিল। তবে শেষ মুহূর্তে তারা ওই প্ল্যাটফর্ম থেকে সরে দাঁড়ান এবং পরে নিজেদের উদ্যোগেই একটি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম গঠনের ইঙ্গিত দেন। জুনায়েদ পূর্বেই জানিয়েছিলেন, এপ্রিলের মধ্যেই নতুন দল আত্মপ্রকাশ করবে।
এসআর
মন্তব্য করুন: