[email protected] শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
৫ বৈশাখ ১৪৩২

ফিলিস্তিনিদের প্রতি সংহতি ও ইসরায়েলের বর্বরতার প্রতিবাদে বিএনপির র‌্যালি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০ এপ্রিল ২০২৫ ৫:৫৩ পিএম

ফাইল  ছবি

ইসরায়েলি বাহিনীর নির্মম হামলা, নিষ্ঠুরতা ও গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে এবং নির্যাতিত ফিলিস্তিনিদের প্রতি একাত্মতা প্রকাশ করে প্রতিবাদী র‌্যালি করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

বৃহস্পতিবার বিকেল পৌনে ৫টার দিকে রাজধানীর শান্তিনগর থেকে শুরু হওয়া র‌্যালিটি মালিবাগ মোড়, মৌচাক ও মগবাজার অতিক্রম করে বাংলামটরে গিয়ে শেষ হয়।

ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর বিএনপির যৌথ উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিকে ঘিরে দুপুর থেকেই নয়াপল্টন এলাকায় জড়ো হতে থাকেন বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। অনেকে হাতে ফিলিস্তিনের পতাকা, মাথায় প্রতিবাদী ফিতা ও প্ল্যাকার্ড নিয়ে অংশ নেন। তাদের মুখে ছিল নানা প্রতিবাদী স্লোগান— ‘গাজায় গণহত্যা বন্ধ করো’, ‘ফিলিস্তিনের পক্ষে, বর্বরতার বিরুদ্ধে’।

বিএনপির নেতারা জানান, ফিলিস্তিনে শিশু ও নিরীহ মানুষের ওপর চলমান হামলার প্রতিবাদেই এই শান্তিপূর্ণ কর্মসূচি। তারা বলেন, ইসরায়েলের এই মানবতাবিরোধী আচরণের বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে সোচ্চার করতেই বিএনপির এই উদ্যোগ।

র‌্যালিকে কেন্দ্র করে নয়াপল্টন ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার সদস্যরা পুরো পরিস্থিতি পর্যবেক্ষণে রাখেন।

র‌্যালিপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু এবং সঞ্চালনায় ছিলেন বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এছাড়াও বক্তব্য দেন স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, সালাহউদ্দিন আহমেদ এবং মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর