আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখে নির্বাচন সংক্রান্ত সুনির্দিষ্ট রোডম্যাপ এবং বিদ্যমান বিভ্রান্তি নিরসনে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
আগামী ১৬ এপ্রিল, দুপুর ১২টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হবে।
বুধবার বিকেলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।
তিনি বলেন, “নির্বাচন ঘিরে যেসব বিভ্রান্তি বা প্রশ্ন তৈরি হয়েছে, সেগুলো স্পষ্ট করতে এবং একটি সুস্পষ্ট ও গ্রহণযোগ্য রোডম্যাপ নির্ধারণে আমরা প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা করব।”
সালাহউদ্দিন আহমেদ আরও বলেন, “আমরা মনে করি, প্রধান উপদেষ্টার উচিত যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে জাতির সামনে একটি স্বচ্ছ নির্বাচনি রোডম্যাপ তুলে ধরা। এতে রাজনৈতিক অনিশ্চয়তা দূর হবে, স্থিতিশীলতা ফিরবে এবং অর্থনৈতিক কর্মকাণ্ডেও গতি আসবে।”
তিনি জানান, এর আগে বিএনপি নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনায় বসেছিল এবং কমিশন জানিয়েছে, জুনের মধ্যে নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন করা হবে। প্রধান উপদেষ্টাও দলটিকে আশ্বস্ত করেছেন যে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন আয়োজনের লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে।
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, “নানা পক্ষ থেকে ভিন্ন ভিন্ন বক্তব্য আসায় জনগণের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে। আমরা প্রত্যাশা করি, এই বৈঠকের মাধ্যমে সেই বিভ্রান্তি দূর হবে এবং একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের পথ সুগম হবে।”
বৈঠকে নির্বাচনের সম্ভাব্য সময়সূচি, নির্বাচনি কাঠামো, অন্তর্বর্তী সরকারের ভূমিকা এবং রাজনৈতিক দলগুলোর আস্থা অর্জনের কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে
এসআর
মন্তব্য করুন: