আসন্ন নির্বাচন ঘিরে সৃষ্ট অনিশ্চয়তা দূর করতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ চেয়েছে বিএনপি।
ডিসেম্বরের মধ্যেই একটি নির্দিষ্ট নির্বাচনি রোডম্যাপ ঘোষণার বিষয়ে আলোচনার লক্ষ্যে এ সময় চাওয়া হয়েছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।
বুধবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে অনানুষ্ঠানিক আলাপকালে তিনি এ তথ্য জানান।
সালাহউদ্দিন আহমেদ বলেন, “নির্বাচন নিয়ে ধোঁয়াশা কাটাতে একটি সুস্পষ্ট রোডম্যাপ জরুরি। আমরা প্রধান উপদেষ্টার সঙ্গে এই বিষয়ে আলোচনার জন্য সময় চেয়েছি। তার সঙ্গে আলোচনার ভিত্তিতেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।”
সংবিধান সংক্রান্ত বিএনপির প্রস্তাবনার বিষয়ে তিনি বলেন, “রাষ্ট্রে ক্ষমতার ভারসাম্য রক্ষায় আমরা পঞ্চদশ সংশোধনীর পূর্বাবস্থায় ফিরে যাওয়ার পক্ষে। তবে ধর্মনিরপেক্ষতা বাতিলের কোনো প্রস্তাব বিএনপি দেয়নি। এ নিয়ে কিছু মহল বিভ্রান্তিকর ব্যাখ্যা দিচ্ছে, যা সত্য নয়।”
এ সময় তিনি আরও জানান, বিএনপি জরুরি অবস্থা জারির প্রস্তাবের বিরোধী এবং তা কখনোই দলের আনুষ্ঠানিক অবস্থান নয়।
এসআর
মন্তব্য করুন: