আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান মোরশেদ আলমকে রাজধানীর গুলশান এলাকা থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
ডিবি প্রধান রেজাউল করিম মল্লিক সাংবাদিকদের জানান, মোরশেদ আলমের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
মোরশেদ আলম শুধু রাজনীতিবিদই নন, তিনি দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান এবং বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভির চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করে আসছেন।
২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-২ (সেনবাগ ও সোনাইমুড়ী উপজেলার একাংশ) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।
পরে একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও একই আসনে জয়লাভ করেন।
গ্রেপ্তারের পর তাকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে বলে জানা গেছে।
এসআর
মন্তব্য করুন: