[email protected] শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
৫ বৈশাখ ১৪৩২

“ইসরায়েলকে পরোক্ষ স্বীকৃতি দিয়েছিল হাসিনা সরকার” — সালাহউদ্দিন আহমদ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৮ এপ্রিল ২০২৫ ৬:০৬ পিএম

ফাইল ছবি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ অভিযোগ করেছেন, “ফ্যাসিস্ট আচরণের মাধ্যমে সাবেক আওয়ামী লীগ সরকার পরোক্ষভাবে ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছিল।”

মঙ্গলবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে এ মন্তব্য করেন তিনি। গাজা ও রাফায় ইসরায়েলি বাহিনীর চলমান গণহত্যা ও সামরিক আগ্রাসনের প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ এই কর্মসূচির আয়োজন করে।

সালাহউদ্দিন আহমদ বলেন, “ইসরায়েলের বর্বরোচিত হামলার বিরুদ্ধে বিএনপি খুব শিগগিরই কেন্দ্রীয় কর্মসূচি ঘোষণা করবে। শুধু নিন্দা নয়, যারা ইসরায়েলকে অস্ত্র ও রাজনৈতিক সমর্থন দিচ্ছে, সেই পরাশক্তিগুলোর বিরুদ্ধেও মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হয়ে কার্যকর অবস্থান নিতে হবে।”

তিনি আরও বলেন, “জাতিসংঘের ভূমিকা এখন প্রশ্নবিদ্ধ। বারবার প্রস্তাব গ্রহণের পরও ইসরায়েল কখনো তা মানেনি। এতে বোঝা যায়, আন্তর্জাতিক ন্যায়বিচার আজ কতটা অবমূল্যায়িত হচ্ছে।”

সালাহউদ্দিন আহমদ দেশবাসী ও বিশ্ববাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, “গাজায় ইসরায়েলের নির্মম গণহত্যা ও আগ্রাসনের বিরুদ্ধে সকলকে সোচ্চার হতে হবে। মানবতার পক্ষে দাঁড়িয়ে এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানানো এখনই সময়।”

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর