রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) কাজী কেরামত আলীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
রোববার (৬ এপ্রিল) রাতে রাজধানীর মহাখালী এলাকা থেকে তাকে আটক করা হয়।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।
তিনি জানান, কাজী কেরামত আলীর বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
কাজী কেরামত আলী দীর্ঘদিন বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।
তিনি ১৯৯২ সালে উপ-নির্বাচনের মাধ্যমে পঞ্চম জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন এবং ডাক, তার ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।
পরবর্তীতে তিনি ১৯৯৬, ২০০৮ ও ২০১৪ সালে জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে চারবার সংসদ সদস্য নির্বাচিত হন।
এই সময়ের মধ্যে তিনি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি, গ্রন্থাগার কমিটির সদস্য এবং মহিলা ও শিশু বিষয়ক ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের স্থায়ী কমিটিতে দায়িত্ব পালন করেন।
২০১৮ সালে তিনি শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
সর্বশেষ ২০২৪ সালে অসহযোগ আন্দোলনের প্রেক্ষাপটে জাতীয় সংসদ বিলুপ্ত হলে তিনি সংসদ সদস্য পদ হারান।
এসআর
মন্তব্য করুন: