বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেছেন, সরকারের কয়েকজন উপদেষ্টা পূর্বে হলে-মেসে থাকলেও বর্তমানে তারা বিলাসবহুল জীবনযাপন করছেন।
তাদের মধ্যে অনেকেই এখন ছয় কোটি টাকার গাড়িতে চলাচল করেন, মূল্যবান পোশাক পরিধান করেন এবং ৪০ লাখের দামী ঘড়ি ব্যবহার করেন।
তাদের প্রভাব ও তদবিরে প্রশাসন নানাভাবে চাপে রয়েছে।
বৃহস্পতিবার (৩ এপ্রিল) নোয়াখালীর চৌমুহনীতে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সেখানে জুলাই-আগস্ট গণআন্দোলনে নিহতদের পরিবারের মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ করা হয়।
বরকত উল্লাহ বুলু বলেন, "নতুন গঠিত দলের এক নেতা বাড়ি ফেরার সময় বিশাল গাড়িবহর নিয়ে গেছেন এবং রাজধানীর একটি অভিজাত হোটেলে কোটি টাকার ইফতার আয়োজন করেছেন। তারা অতীতে সাধারণ জীবনযাপন করলেও এখন ব্যয়বহুল পোশাক-পরিচ্ছদ ব্যবহার করেন। ব্যবসায়ী ও প্রশাসনের মধ্যে তাদের প্রভাব নিয়ে অসন্তোষ তৈরি হয়েছে।"
তিনি আরও বলেন, "বর্তমান রাজনৈতিক সংকট থেকে মুক্তি পেতে নিরপেক্ষ নির্বাচনের বিকল্প নেই। জনগণের ক্ষমতা ফেরাতে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অপরিহার্য।"
বিএনপির এই নেতা আরও বলেন, "সেনাবাহিনী বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের রক্ষক। একাত্তরের মুক্তিযুদ্ধ, নব্বইয়ের গণআন্দোলন এবং সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।"
তিনি দাবি করেন, "জুলাই-আগস্ট আন্দোলনে হাজারো মানুষ হতাহত হয়েছেন, যার মধ্যে বিএনপির অসংখ্য নেতা-কর্মী শহীদ হয়েছেন। তারেক রহমানের নেতৃত্বেই দেশের রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তিত হয়েছে।"
এ সময় বেগমগঞ্জের শহীদ পরিবারের সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেগমগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি বাবু কামাখ্যা চন্দ্র দাস, বিএনপি নেতা শামীমা বরকত লাকী, মাহফুজুল হক আবেদ, জহির উদ্দিন হারুন, মহসিন আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এসআর
মন্তব্য করুন: