[email protected] শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫
২১ চৈত্র ১৪৩১

সড়ক দুর্ঘটনায় বৈষম্যবিরোধী আন্দোলনের সহ-মুখপাত্রের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩ এপ্রিল ২০২৫ ২:১৮ পিএম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিরপুর মডেল থানার সহ-মুখপাত্র তানিফা আহমেদ এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।

বুধবার চট্টগ্রাম থেকে কক্সবাজার যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে।

বুধবার রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক শোক বার্তায় এ তথ্য জানানো হয়।

শোক বার্তায় বলা হয়, “আমাদের রাজপথের সহযোদ্ধা, সাহসী এবং আদর্শবান কর্মী তানিফা আহমেদ সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আন্দোলনের প্রতিটি ধাপে তিনি নিষ্ঠা ও সততার সঙ্গে কাজ করে গেছেন। তার অকালে চলে যাওয়া আমাদের জন্য অপূরণীয় ক্ষতি।”

সংগঠনের পক্ষ থেকে আরও বলা হয়, “আমরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস দান করুন।”

তানিফা আহমেদের মৃত্যুতে সহযোদ্ধাদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। সংগঠনের নেতাকর্মীরা তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বিভিন্ন কর্মসূচির আয়োজনের ঘোষণা দিয়েছেন।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর