[email protected] বৃহঃস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫
২০ চৈত্র ১৪৩১

আড়াইহাজারে বিএনপি-যুবদলের সংঘর্ষে আহত ১০

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩১ মার্চ ২০২৫ ১১:০৩ পিএম

আহতদের কয়েকজন

নারায়ণগঞ্জের আড়াইহাজারে স্থানীয় বিএনপি ও যুবদলের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন।

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সোমবার দুপুর ১টার দিকে উপজেলার খালিয়াচর এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষের পর থেকে এলাকাজুড়ে উত্তেজনা বিরাজ করছে।

পুলিশ ও স্থানীয়দের তথ্যমতে, বিএনপির একটি সমাবেশ আয়োজনকে কেন্দ্র করে ইউনিয়ন যুবদলের সভাপতি জহিরুল ইসলাম ও ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি কবির হোসেনের মধ্যে বিরোধ সৃষ্টি হয়।

ঈদের দিন দুপুরে তাদের অনুসারীদের মধ্যে বাকবিতণ্ডা গড়ায় ধাওয়া-পাল্টা ধাওয়ায়, যা পরে সংঘর্ষে রূপ নেয়।

সংঘর্ষে তোতা মিয়া, এরশাদুল ইসলাম, অহিদুল ইসলাম, খাইরুল ইসলাম, বাবুল মিয়া, দুলাল মিয়া, মনির হোসেনসহ অন্তত ১০ জন আহত হন।

এদের মধ্যে তোতা মিয়া ও অহিদুল ইসলামের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা আড়াইহাজার ও সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর