খুলনার কয়রায় আওয়ামী লীগ নেতাদের কাছ থেকে সংগৃহীত চাঁদার অর্থে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ব্যানারে ইফতার মাহফিল আয়োজনের অভিযোগ উঠেছে।
এ ঘটনায় স্থানীয় রাজনৈতিক ও সচেতন মহলে নানা প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক গোলাম রব্বানী ও তাঁর অনুসারী আব্দুর রউফের বিরুদ্ধে এই অভিযোগ এনেছেন একই সংগঠনের সদস্য সচিব এস কে গালিবসহ কয়েকজন নেতাকর্মী।
শুক্রবার কয়রা উপজেলা পরিষদের মাঠে আয়োজিত ওই ইফতার মাহফিলে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীসহ শতাধিক ব্যক্তি উপস্থিত ছিলেন। আয়োজনে ব্যবহৃত ব্যানারে এনসিপির নাম থাকলেও স্থানীয়ভাবে দলটির কোনো স্বীকৃত কমিটি নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব গালিব বলেন, ‘এনসিপির কয়রায় এখনো কোনো কমিটি গঠন হয়নি। অথচ ব্যানার ব্যবহার করে চাঁদা তুলে ইফতার আয়োজন করা হয়েছে, যা যথেষ্ট প্রশ্নবিদ্ধ।’
স্থানীয় একাধিক জনপ্রতিনিধি জানিয়েছেন, আয়োজকদের পক্ষ থেকে চাঁদা চেয়ে অনুরোধ করা হয়েছিল। এমনকি চাঁদা না দিলে মামলার হুমকির অভিযোগও উঠেছে।
তবে আয়োজক গোলাম রব্বানী এ অভিযোগ অস্বীকার করে বলেন, ‘ইফতার আয়োজন সম্পূর্ণ স্বেচ্ছাসেবীদের সহযোগিতায় করা হয়েছে। কিছু মহল এটি নিয়ে মিথ্যাচার করছে।’
এ বিষয়ে এনসিপির খুলনা বিভাগের সংগঠক হামীম আহম্মেদ রাহাত বলেন, ‘এনসিপির খুলনা জেলা কমিটিই এখনো হয়নি, তাই উপজেলা কমিটির প্রশ্নই আসে না।
যদি কেউ দলের নাম ব্যবহার করে চাঁদা তুলে থাকে, তবে তা খতিয়ে দেখা হবে।
এসআর
মন্তব্য করুন: