জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান।
তিনি দাবি করেছেন, সারজিস আলম নোবেল বিজয়ী ড. মোহাম্মদ ইউনূসকে বিতর্কিত করার চেষ্টা করছেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে এমন কিছু পোস্ট করেছেন যা বিভ্রান্তি সৃষ্টি করছে।
শনিবার (২৯ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে ঝিনাইদহ শহরের একটি রেস্টুরেন্টে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রাশেদ খান বলেন, "সারজিস আলমের সাম্প্রতিক কর্মকাণ্ড নিয়ে নানা প্রশ্ন উঠেছে। তিনি এমন কিছু মন্তব্য করেছেন, যা সরকারের কিছু মহলের বক্তব্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।"
রাশেদ খান আরও বলেন, "ড. ইউনূস একজন নিরপেক্ষ ব্যক্তি। তাঁকে নিয়ে যেভাবে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে, তা দুঃখজনক। জাতীয় নাগরিক পার্টির উচিত এ বিষয়ে পরিষ্কার বক্তব্য দেওয়া, নাহলে জনমনে বিভ্রান্তি তৈরি হতে পারে।"
তিনি আরও অভিযোগ করেন যে, কয়েকদিন আগেও আর্থিক সমস্যার কথা বলা সারজিস আলম এখন শোডাউন করছেন, যা প্রশ্নবিদ্ধ। "এ ধরনের কর্মকাণ্ড জনমনে নানা প্রশ্নের জন্ম দিচ্ছে," বলেন রাশেদ খান।
এ বিষয়ে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।
এসআর
মন্তব্য করুন: