[email protected] শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫
২১ চৈত্র ১৪৩১

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৯ মার্চ ২০২৫ ৩:২৫ এএম

ফাইল ছবি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।

শুক্রবার (২৮ মার্চ) এক বিবৃতিতে তিনি বলেন, এক মাসের সিয়াম সাধনার পর আনন্দ ও ভ্রাতৃত্বের বার্তা নিয়ে ঈদুল ফিতর সমাগত।

তিনি বলেন, ঈদুল ফিতর ধনী-গরিব নির্বিশেষে সকল মুসলমানের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্য জাগ্রত করে। এই দিনে আমরা সব বিভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে মানবতার কল্যাণে কাজ করার প্রতিশ্রুতি নিতে পারি।

ডা. শফিকুর রহমান দেশ ও জাতির কল্যাণ কামনা করে বলেন, শান্তি, সমৃদ্ধি ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

ঈদ উপলক্ষে তিনি দেশবাসীর সুস্বাস্থ্য ও নিরাপদ জীবন কামনা করেন এবং সকলের প্রতি ঈদের আন্তরিক শুভেচ্ছা জানান।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর