পিরোজপুরে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতার পোস্টার লাগানোর সময় সংঘর্ষের ঘটনায় ছাত্রদলের সাতজন কর্মী আহত হয়েছেন।
পিরোজপুরে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতার পোস্টার লাগানোর সময় সংঘর্ষের ঘটনায় ছাত্রদলের সাতজন কর্মী আহত হয়েছেন
শুক্রবার রাতে জেলার কাউখালী উপজেলায় এ ঘটনা ঘটে।
পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন দাবি করেছেন, ছাত্রলীগ ও আওয়ামী লীগের কিছু কর্মী স্বেচ্ছাসেবক দল কর্মীদের ওপর হামলা চালিয়েছে, যার ফলে কয়েকজন আহত হয়েছেন।
তিনি হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এ বিষয়ে কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান বলেন, “সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে পাঠিয়েছে।
এ ঘটনায় একজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানা গেছে।
এসআর
মন্তব্য করুন: